ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রোববার (২ জুন) দেশের বিভন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া একাধিক স্থানের নদীবন্দরসমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর কথা বলা হয়েছে।

আজ রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

২/৬/২০১৯, রাত ০১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহ এর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী,নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিঃমিঃ বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।