এগ্রিকেয়ার২৪.কম কৃষি আবহাওয়া ডেস্ক: উত্তরবঙ্গসহ একাধিক জেলায় এখন (২৮ এপ্রিল রাত) থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

রাতের আবহাওয়ায় বার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আজ (শনিবার) রাত ৮টার দিকে তারা জানায়, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ,জয়পুরহাট, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ অঞ্চলসমুহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।