ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বাঙালির ব্যবসা-বাণিজ্য পথিকৃত ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহুরুল ইসলামের আজ শুক্রবার (১৯ অক্টোবর) ২৩ তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৫ সালের এই দিনে ৬৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। জহুরুল ইসলাম ১৯৯৫ সালের ২৬ সেপ্টেম্বর চিকিৎসার্থে সিঙ্গাপুর যান। সেখানে ১৮ অক্টোবর দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

ব্যক্তিত্বে, মানবতায়, ব্যবসায় এবং সমাজসেবায় তিনি একদিন হয়ে উঠেছিলেন সোনার মানুষ।

১৯২৮ সালের ১ আগষ্ট কিশোরগঞ্জের বাজিতপুর থানার ভাগলপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ আফতাব উদ্দিন আহম্মদ ছিলেন কিশোরগঞ্জের এক সজ্জন ব্যক্তিত্ব। এবং তাঁর মা রহিমা আক্তারের পুণ্যতা, দানশীলতা, বদান্যতা আজও ওই এলাকার মানুষের মুখে মুখে আলোচিত।

২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ভাগলপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর সহধর্মিনী বেগম সুরাইয়া ইসলাম ও পরিবারের সদস্যরা তাদের সকল আত্মীয়স্বজন ও শুভানুধ্যয়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।