এগ্রিকেয়ার২৪.কম কৃষি আবহাওয়া ডেস্ক: আজ (৭ জুন) দুপুর থেকে পরবর্তী সময়ে দেশের উত্তর অঞ্চলের একাধিক জেলা ও স্থান ঝাড়ো বাতাস, বজ্রপাতসহ বজ্রবৃষ্টির সম্মুখিন হতে যাচ্ছে।

দুপুরের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ বৃহস্পতিবার দুপর থেকে পরবর্তী সময়ে গাইবান্ধা, বগুড়া,সিরাজগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নাটোর, নওগাঁ জেলা সমুহের অধিকাংশ এলাকা ঝড়ো বাতাস, বজ্রপাত, বৃষ্টির সম্মুখীন হচ্ছে।

এদিকে সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো বাতাস, বজ্রপাত, বৃষ্টি হতে পারে। নিচে ছবি আকারে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।