মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি: বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ ২০২২ এর ক্রিকেটের প্রথম খেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্রিকেট দল জয়লাভ করেছে।

রবিবার ( ১১ সেপ্টেম্বর) রাজধানীর গ্রীন ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত খেলায় বাকৃবি ক্রিকেট টিম হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমকে ২০ রানে পরাজিত করে।

টসে জয়লাভ করার পর হাবিপ্রবি ক্রিকেট দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। বাকৃবি ক্রিকেট দল শুরুতে ব্যাট করে নির্ধারিত ১০ অভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে । দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অলোক হালদার। পরে হাবিপ্রবি ক্রিকেট টিম নির্ধরিত ১০ অভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তুলতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ হন বাকৃবির হাসিবুর রহমান।

উল্লেখ্য, মুজিববর্ষ ও বাংলদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হয়েছে বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ এর ৩য় আসর। আসরের প্রথম দিনে হাফ ম্যারাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

এগ্রিকেয়ার/এমএইচ