আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: যুক্তরাষ্ট্র থেকে নতুন চুক্তির আওতায় সয়াবিন আমদানি করেছে চীন। এ কারণে কৃষিপণ্যটির বাজারও চাঙ্গা হয়ে উঠেছিল।

তবে সর্বশেষ কার্যদিবসে তিন সপ্তাহের মধ্যে প্রথমবার সয়াবিনের দাম কমে গেছে। এদিন গমের দাম কমলেও বেড়েছে ভুট্টার। খবর সিনহুয়া ও এগ্রিমানি।

বলা হচ্ছে, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের দামামা কিছুটা কমে এসেছে। তিন মাসের জন্য পরস্পরের পণ্যের ওপর নতুন করে বাড়তি আমদানি শুল্ক আরোপ থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এ কারণেই পণ্যগুলোর বাজার দর পরিবর্তন হয়েছে।

যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ৯৪ শতাংশ কমেছে।

দিন শেষে আগামী বছরের মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) সয়াবিনের দাম দাঁড়িয়েছে ৮ ডলার ৯৭ সেন্ট, যা আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫ সেন্ট কম। বিগত তিন সপ্তাহের মধ্যে এদিন প্রথম কৃষিপণ্যটির দাম কমেছে।

বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে চলতি বছরের জুলাইয়ে মার্কিন সয়াবিনের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে বেইজিং। এর জের ধরে বিশ্বের দ্বিতীয় শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশ যুক্তরাষ্ট্র থেকে নতুন চুক্তির আওতায় কৃষিপণ্যটির আমদানি বন্ধ করে দেয় চীনা আমদানিকারকরা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজার থেকে নতুন সরবরাহ চুক্তির আওতায় ১১ লাখ ৩০ হাজার টন সয়াবিন কিনেছে চীনা আমদানিকারকরা।

এর জের ধরে সিবিওটিতে কৃষিপণ্যটির দাম বাড়তে শুরু করে। মার্কিন রফতানিকারকরাও চীনে আরো বেশি পরিমাণে সয়াবিন আমদানির আশা করেছিলেন। সে তুলনায় রফতানি চাহিদা কম থাকায় বর্তমানে সয়াবিনের দাম পড়তে শুরু করেছে।

এদিকে সিবিওটিতে সর্বশেষ কার্যদিবসে গমের দাম কমেছে ১ দশমিক ৮১ শতাংশ। দিন শেষে আগামী বছরের মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয় ৫ ডলার ১৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫ সেন্ট কম।

অন্যদিকে আগামী বছরের মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৭৮ সেন্ট, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ২৫ সেন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেশি। সূত্র: বণিক বার্তা।