বৃষ্টিতে পানি বাড়ছে, বন্যা

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ৭২ ঘণ্টার দেশের হাওরাঞ্চল বা অন্য কোনো জেলায় বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার বিকালে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী সরদার উদর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের হাওরাঞ্চলে বন্যা হওয়ার যে সম্ভাবনা ছিল তা এরইমধ্যে কেটে গেছে। আগামী ৭২ ঘণ্টায় আর কোনো বন্যার সম্ভাবনা নেই।তবে দেশের উত্তারঞ্চলসহ অন্যান্য জেলার কোথাও বন্যা হতে পারে কি না তা নিশ্চিত হতে এবং পূর্বাভাসের জন্য চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এই উপ-বিভাগীয় প্রকৌশলী।

আরোও পড়ুন:মহামারীর মধ্যেই আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, বাড়বে বৃষ্টি