অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ভারত থেকে আমদানি বাড়ায় কমছে পেঁয়াজের দাম। কুরবানিতে দেশীয় বাজারে পেঁয়াজের চাহিদা বাড়তি থাকায় আমদানিও বাড়ছে।

আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা। চারদিন আগেও প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ৩১-৩২ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে এ জাতের পেঁয়াজের দাম কমে ২৭-২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে নাসিক জাতের পেঁয়াজ ৩৪ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৯-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।

বন্দরসংশ্লিষ্টরা জানান, গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল। চলতি সপ্তাহে আমদানি বেড়ে ৩০-৩৫ ট্রাকে উন্নীত হয়েছে। গত সোমবার বন্দর দিয়ে ৩৬টি ট্রাকে ৯৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও আমদানি অব্যাহত ছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত আছে। বেশ কিছুদিন ধরেই ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। সম্প্রতি সরকার করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে।

এ সময় বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে না—এমন আশঙ্কায় হিলিসহ দেশের বিভিন্ন স্থানে ক্রেতারা বাজারে হুমড়ি খেয়ে পেঁয়াজ কেনেন। ফলে দেশের বিভিন্ন স্থানে মোকামগুলোতে পেঁয়াজের বাড়তি চাহিদা তৈরি হয়েছিল। কিন্তু বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কম হওয়ায় চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ ছিল কম। এতে দাম কয়েক ধাপ বেড়েছিল। তবে আবারো আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়া দেশের বিভিন্ন মোকামে পণ্যটির চাহিদা আগের তুলনায় কিছুটা কমেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বেশ কিছুদিন ধরেই বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি অব্যাহত রয়েছে। তবে মাঝেমধ্যে পেঁয়াজের আমদানিতে হ্রাস-বৃদ্ধি অব্যাহত ছিল। গত সপ্তাহে হিলি বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও চলতি সপ্তাহে আমদানি বেড়ে ৩০-৩৫ ট্রাকে উন্নীত হয়।

গত সোমবার বন্দর দিয়ে একদিনেই ৩৬টি ট্রাকে ৯৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। পেঁয়াজ যেহেতু কাঁচামাল ও পচনশীল পণ্য, তাই কাস্টমসের পণ্য পরীক্ষণ ও শুল্কায়নসহ সব প্রক্রিয়া শেষ করে বন্দর কর্তৃপক্ষ অতিদ্রুত পেঁয়াজ খালাস করে তা ব্যবসায়ীদের কাছে বুঝিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছে।

এগ্রিকেয়ার/এমএইচ