এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: আমের মুকুল এখন গুটিতে পরিণত হচ্ছে। এর সঙ্গে আম চাষিদের ব্যস্ততাও বাড়ছে। মুকুল আসার আগেই গাছগুলোতে কয়েক দফা পরিচর্যার পর্ব সেরেছেন চাষিরা। 
 
এখন আগের গুটি ধরে রাখতে চাষিদের যত্নের দিকে গুরুত্ব দিতে হবে। নিয়ম মেনে পরিচর্যা করতে পারলে মিলবে শতভাগ সফলতা। পাঠক আসুন জেনে নেয়া যাক আমের গুটির পরিচর্যায় কী কী পদক্ষেপ নিতে হবে। করণীয় কী। 
 
এখনো চলছে গাছের গোড়ায় পানি দেওয়াসহ নানা পরিচর্যা। মুকুল ঝরে বেশ কিছুদিন আগে হতে গুটিগুলো বড় হতে শুরু করেছে। এরপর সেগুলো কুড়িতে (স্থানীয় ভাষায় কোড়ালি) পরিণত হবে। তারপর হবে পরিপক্ক আম।
 
আম চাষের পরিচর্যা সম্পর্কে কৃষকদের উদ্দেশ্যে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলীম এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, ‘আমের গুটি টিকিয়ে রাখতে সাইপারমেটথ্রিন জাতীয় কীটনাশক এক মিলিমিটার এবং ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক দুই গ্রাম এক লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। 
 
এছাড়াও খরা দেখা দিলে প্রতি ১৫-২০ দিনের মাথায় ২-৩ বার আম বাগানে সেচ দিয়ে পরিচর্যা নিতে হবে। তা না হলে খরায় আমের গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে।’
 
তিনি বলেন, ‘আম একটি যত্নশীল ফল। এটিকে যত্ন সহকারেই উৎপাদন করতে হবে। 
তবে মনে রাখতে হবে যেন সেটি কখনোই বাড়তি যত্ন না হয়। তাহলে ভালো ফলনের চেয়ে আরও খারাপ হতে পারে। কাজেই আমের গাছে কোনো ধরনের সমস্য দেখা দিলেই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গাছের পরিচর্যা নিতে হবে।