আম উৎপাদনের আধুনিক কৌশল

নাহিদ বিন রফিক (বরিশাল), এগ্রিকেয়ার২৪.কম: আম উৎপাদনের আধুনিক কৌশল নিয়ে রহমতপুরে কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর, ২০১৯) আম উৎপাদনের আধুনিক কৌশল শীর্ষক দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ কর্মসূচি রহমতপুরস্থ আরএআরএস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন পূর্ণ বয়ষ্ক মানুষের দৈনিক ২০০ গ্রাম ফল খাওয়া দরকার। আমরা খেতে পাই মাত্র ৮২ গ্রাম। এ ঘাটতি পূরণের জন্য ফলের উৎপাদন বাড়াতে হবে।

তিনি বলেন, আর আম হতে পারে এর অন্যতম উৎস। তবে সে ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন উন্নত জাত ব্যবহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে বরিশালের বাবুগঞ্জ এবং উজিরপুর উপজেলার ৪০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

আম উৎপাদনের আধুনিক কৌশল নিয়ে রহমতপুরে কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় এ বিষয়ে অনেক তথ্য পাওয়ার পাশাপাশি তারা নানা বিষয়ে জ্ঞান অর্জন করেন। এছাড়াও প্রশিক্ষণ নিতে আসা কৃষকেরাও তাদের নিজেদের প্রশ্ন তুলে ধরেন।

আরও পড়ুন: তীব্র শীতে রবি ফসলের যত্নে করণীয়

হলুদ চেরি টমেটো’র জাত অবমুক্ত, ফলন মিলবে ছয়মাস পর্যন্ত