নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকায় কম খরচে আম পরিবহনে চালু হবে ‘ম্যাংগো ট্রেন’ নামে একটি নতুন ট্রেন। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, “আম পরিবহনের জন্য ম্যাঙ্গো ট্রেন চালু হবে। পাশাপাশি অন্যান্য ফসল ও শাকসবজি পরিবহনে প্রত্যেক ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগি সংযোজন করা হবে।”

শুক্রবার (১২ মার্চ ২০২১) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনসহ এলাকাবাসীর বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। রহনপুর একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান বাণিজ্য রুট অবিলম্বে রহনপুর দিয়ে চালু হবে।

তিনি বলেন, রহনপুর থেকে করোনাকালীন বন্ধ হওয়া সব ট্রেন রমজানের আগেই চালু করা হবে। আগামীতে রহনপুর হয়ে ভারতে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি ভাবছে সরকার। দেশের অভ্যন্তরে চলাচলের সিংহভাগ ট্রেনে যাতায়াতের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি জিয়াউর রহমান, সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন ও রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন।

 

এগ্রিকেয়ার/এমএইচ