পেঁয়াজের দাম কমিয়েছে টিসিবি

অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম আরও কমেছে। মঙ্গলবার বন্দর দিয়ে ৩৯ ট্রাকে ১ হাজার ১০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও আমদানি অব্যাহত ছিল। ফলে দাম কমেছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার ইসরাফিল হোসেন বলেন, গত সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে ৪০-৪৩ টাকায় পৌঁছে। ফলে মোকামে চাহিদা কমে গিয়েছিল। আমদানি ছিল নিম্নমুখী। তবে সম্প্রতি আবারো বন্দর দিয়ে পণ্যটির আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। তবে গত সপ্তাহে যেখানে বন্দর দিয়ে আমদানি কমে পাঁচ ট্রাক নেমেছিল, সেখানে চলতি সপ্তাহে আমদানি বেড়েছে।

আমদানি বাড়ায় পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজির দাম কমেছে ৩-৫ টাকা করে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৩৫-৩৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ কাঁচামাল হওয়ায় পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আমদানিকারকরা দ্রুত যেন বন্দর থেকে পেঁয়াজ খালাস করে নিতে পারেন, সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ