আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ইউরোপের বাজারে গমে দর পতন হয়েছে। বড়দিনের ছুটি শেষে ইউরোপের দেশগুলোর কৃষিপণ্যের বাজারে প্রথম কার্যদিবসেই প্যারিসভিত্তিক ইউরোনেক্সট এক্সচেঞ্জে গমের দরপতন দেখা দিয়েছে।

এদিন কৃষিপণ্যটির দাম ছুটির আগে শেষ বেচাকেনার তুলনায় দশমিক ৮৫ শতাংশ কমে গেছে। অন্যান্য বাজারে দরপতনের কারণে এদিন গমের দরপতন দেখা গেছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

ইউরোনেক্সট এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে আগামী বছরের মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি টন গম বিক্রি হয় ২০৩ দশমিক ২৫ ইউরোয়, যা সর্বশেষ কার্যদিবসের তুলনায় দশমিক ৮৫ শতাংশ কম।

এদিন যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন গমের দাম দশমিক ৫ শতাংশ কমেছে। এর প্রভাব পড়েছে ইউরোপের বাজারেও।

এদিকে গম আমদানি বাড়তি শুল্কহার চার মাসের জন্য স্থগিত করেছে মরক্কো সরকার। এর জের ধরে উত্তর আফ্রিকার দেশটিতে ইউরোপ থেকে বাড়তি গম রফতানি হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। ফলে আগামী দিনগুলোয় ইউরোপে গমের দাম বাড়তে পারে। সূত্র: বণিক বার্তা।