উজ্জ্বল বর্ণ ও ভালো

চাষাবাদ ও করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: উজ্জ্বল বর্ণ ও ভালো মানের পাট ঘরে তুলতে যা করতে হবে তা নিচে তুলে ধরা হলো। এ সময়ে সঠিক ব্যবস্থাপনায় পাটের যত্ন নিতে হবে।

ক্ষেতের অর্ধেকের বেশি পাট গাছে ফুল আসলে পাট কাটতে হবে। এতে আঁশের মান ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায়। পাট পঁচানোর জন্য আঁটি বেঁধে পাতা ঝড়ানোর ব্যবস্থা নিতে হবে তারপর জাগ দিতে হবে।



ইতোমধ্যে পাট পঁচে গেলে তা আঁশ ছাড়ানোর ব্যবস্থা নিতে হবে। পাটের আঁশ ছাড়িয়ে ভালো করে ধোয়ার পর ৪০ লিটার পানিতে এককেজি তেঁতুল গুলে তাতে আঁশ ৫-১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে, এতে উজ্জ্বল বর্ণের পাট পাওয়া যায়।

যেসব জায়গায় জাগ দেয়ার পানির অভাব সেখানে রিবন রেটিং পদ্ধতিতে পাট পঁচাতে পারেন। এতে আঁশের মান ভালো হয় এবং পচন সময় কমে যায়।

তবে মনে রাখতে হবে পাট কাটার সঙ্গে সঙ্গে ছালকরণ করতে হবে, তা না হলে পরবর্তীতে রৌদ্রে পাটগাছ শুকিয়ে গেলে ছালকরণে সমস্যা হবে।

বন্যার কারণে অনেক সময় সরাসরি পাটগাছ থেকে বীজ উৎপাদন সম্ভব হয় না। তাই পাটের ডগা বা কাণ্ড কেটে উঁচু জায়গায় লাগিয়ে তা থেকে খুব সহজেই বীজ উৎপাদন করার ব্যবস্থা নিতে হবে।

উজ্জ্বল বর্ণ ও ভালো মানের পাট ঘরে তুলতে যা করতে হবে সংবাদটির তথ্য বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস এর ওয়েবসাইট থেকে নেয়া।

আরও পড়ুন: চলতি সপ্তাহে (২২ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত)সারাদেশের আবহাওয়া ও বৃষ্টিপাতের পরিস্থিতি