ইউসুফ আলী সুমন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা মনির হোসেন। ঋণের চাপে হালের গরু বিক্রি করা সেই কৃষক মনিরের বাড়িতে সরকারি সহায়তা পৌঁছে দিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম।

গত শনিবার (২৮ নভেম্বর ২০২০) সকালে কৃষি প্রণোদনা নিয়ে মনিরের বাড়িতে হাজির হন মান্দা উপজেলা নির্বাহী অফিসার । সেইসাথে এগিয়ে এসেছেন এলাকার বিত্তবানরাও।

ক্রমাগত বন্যায় নিঃস্ব হয়ে দরিদ্র মনির ঋণ শোধ করতে বিক্রি করেন হালের গরু। সেই থেকে গরুর বদলে প্রতিবন্ধী ছেলে মকলেছকে দিয়ে লাঙল টানেন চাষাবাদে। বঞ্চিত ছিলেন সরকারি প্রণোদনা থেকেও। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারের পর সেই দরিদ্র চাষি মনিরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানরাও। সহযোগিতার এ আশ্বাসে প্রাণ ফিরে পেয়েছে অসহায় মনিরের পরিবারে।

স্থানীয়রা জানান, দরিদ্র মনিরকে সহযোগিতা করায় খুশি প্রতিবেশিরাও। তাঁরা বলছেন নদী ভাঙন এলাকায় অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছেন। তাদেরকেও সরকারি সহযোগিতা করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ স্যারের নির্দেশনায় দরিদ্র মনিরের পরিবারকে তাৎক্ষণিকভাবে সহায়তা প্রদান করা হয়েছে। মনিরের বাড়ি গিয়ে প্রণোদনার ২০ কেজি গম, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সারসহ চার প্যাকেট করলাবীজ দেওয়া হয়। তিনি বলেন, পর্যায়ক্রমে তাকে (মনির) সবধরনের সহায়তা প্রদান করা হবে।

কৃষি প্রণোদনা বিতরণের সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শায়লা শারমিন, উপ-সহকারি কৃষি অফিসার হাফিজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এগ্রিকেয়ার/এমএইচ