নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। গাঁজর, শশা, ক্যাপসিকামসহ কিছু সবজির দাম আকাশছোঁয়া। সেইসাথে গত সপ্তাহের তুলনায় একলাফে দ্বিগুণ বেড়েছে কাঁচা মরিচের দাম। অন্যদিকে কমেছে পেঁয়াজের দাম।

আজ ৩০ জুলাই শনিবার রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি। যা এক সপ্তাহ আগে ছিল ১০০ থেকে ১১০ টাকা। তবে, আলু-পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। রাজশাহীর সাহেব বাজার মাস্টারপাড়া, উপশহর নিউমার্কেট, লক্ষীপুর নিউমার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের পর কিছু কিছু সবজির দাম বাড়ে। গাঁজর, শশা, লেবু, পেঁয়াজের দাম বেড়েছে চাহিদার কারণে। এছাড়া পটল, বেগুন, কাঁকরোল, ঢেঁড়স, করলাসহ প্রায় সব সবজিই বাজারে আছে; দামও বেড়েছে। সবচেয়ে কমদামে বিক্রি হচ্ছে পটোল।

পড়তে পারেন: বিশ্বে পেঁয়াজ আমদানিতে শীর্ষে বাংলাদেশ, নিয়ন্ত্রণ সিন্ডিকেটের হাতে

শনিবার সকালে বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, করলা ৪০ টাকা, দেশি আলু ৩০ টাকা, ডায়মন্ড-কার্ডিনাল আলু ২৫ টাকা, ফুলকপি প্রতিকেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৩০ টাকা, কাঁচা পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, গাজর প্রতি কেজি ১৬০ টাকা, ক্ষীরা প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, শশা ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা আর কাঁচামরিচ প্রতি কেজি মানভেদে ১৯০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে দেখা মিলেছে লাল, হলুদ, সবুজ ক্যাপসিকামের। সবুজ ক্যাপসিকাম আড়াইশ টাকা কেজি বিক্রি হচ্ছে। হলুদ ও লাল ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি।

সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ী সাইফুল ইসলাম বলছেন, এক সপ্তাহ ধরে সবজি বিক্রি বেড়ে গেছে। যত বিক্রি হবে তত লাভ হবে আমাদের। শিক্ষার্থীরা সকাল থেকেই বাজারে ভিড় শুরু করছে। মাছের দাম বেড়েছে তাই সবজির দামও কিছুটা বাড়তি।

পড়তে পারেন: দেশে ঢুকছে ভারতীয় পেঁয়াজ, কেজিতে কমলো ১০ টাকা

দু-সপ্তাহ আগে পেঁয়াজের দরপতন হলেও বর্তমানে ক্রমেই বাড়ছে পেঁয়াজের দাম। ভালো মানের দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৮ টাকায়। পুরাতন দেশি পেঁয়াজ বাজারে খুচরায় বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। মধ্যমানের দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজিতে। আর আমদানি করা ভালোমানের পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অথচ এক সপ্তাহ আগে ৪০ থেকে ৪২ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। হিসেবে কেজিতে কমেছে ২ থেকে ৪ টাকা।

পেঁয়াজের বাড়তি দামের বিষয়ে বাজারের খুচরা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, হঠাৎ পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২ টাকা। গত শুক্রবারে ৪০ টাকা দামে বিক্রি হয়েছে পেঁয়াজ। আজ প্রতিকেজি ৪০ টাকা চাইলে ৩৭ থেকে ৩৮ টাকা নিতে হচ্ছে। কারণ মেসের শিক্ষার্থীদের কাছে বেশি নিলে পরে আর তারা আসবে না। এছাড়া সামনে পেঁয়াজের দাম কতটা কমবে নিশ্চয়তা নেই। বাংলাদেশে কখন কোন জিনিসের দাম বাড়বে কেউ জানেনা। তবে পেঁয়াজ ৪০-৫০ এর মধ্যেই থাকবে।

পড়তে পারেন: সোনামসজিদ দিয়ে ঢুকছে ভারতীয় পেঁয়াজ

নিউমার্কেট বাজারের খুচরা সবজি বিক্রেতা হামিদুল ইসলাম বলেন, সবজির দাম বেশি। ১৫ টাকা কেজি পটোল। বেগুন, কাঁচা পেঁেপ সবকিছুর দাম বেশি। সবজির বাজার বেশি থাকার কারণ হলো উৎপাদন খরচ বেড়েছে। সার-ঔষুধের দাম বেড়েছে তাই সবজির দামও বেশি। যতখানি কৃষক পর্যায়ে দাম বাড়ে তার তিনগুণ বাড়ে ভোক্তার কাছে এসে।

এগ্রিকেয়ার/এমএইচ