কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ শুক্রবার (৪ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে তীব্র এবং মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আজ শুক্রবার (৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করেছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড় জেলায় তীব্র শৈত্যপ্রবাহ এবং রংপুর বিভাগের বাকি অংশ সহ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার  লাভ করতে পারে।