এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবো না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি কোনো জলাশয়ও যেন ফাঁকা না পরে থাকে এ আহ্বান জানান।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ই কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্ম কৃষি বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবা এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা ও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দরকার হলে অনাবাদি জমিতে একটা ফল, সবজি, বা কাঁচামরিচের গাছ লাগান। সেখান থেকেও কিন্ত অল্প কিছু হলেও পাওয়া যাবে।

তিনি বলেন, আমরা সব সময়ই দেশের কৃষি ও কৃষকের সাথে ছিলাম এবং থাকবো। যারা মাটিতে সোনা ফলায়, ফসল ফলায় সেই কৃষকদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষকের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়াতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ৩৩৩১ নম্বরে ফোন করে কৃষকরা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কৃষি বিষয়ে সবরকম পরামর্শ পাবেন।