পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: অনেকের ইচ্ছা হাঁসের খামার করবেন কিন্তু বাচ্চার পরিচর্যা পদ্ধতি জানেন না। সামান্য ভুলে অধিকাংশ বাচ্চা মারা যায়। তাই এক দিন থেকে ১ মাস পর্যন্ত হাঁসের বাচ্চার পরিচর্যা পদ্ধতি তুলে ধরা হলো। প্রথম দিন থেকে ১ মাস বয়স পর্যন্ত কি খাওয়াবেন, কি ভাবে খাওয়াবেন, কি কি রোগের টিকা দিতে হবে, কখন দিতে হবে সব তুলে ধরা হলো।

ডক্সিসাইক্লিন (Doxycycline) গ্রুপের যে কোন একটি ঔষধ প্রথম দিন খামারে এনে পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এই ঔষধটির কাজ হলো ব্যাকটেরিয়া প্রোটিন তৈরিতে বাধা দেওয়া এবং ব্যাকটেরিয়া বৃদ্ধিকে প্রতিরোধ করে। এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

পড়তে পারেন: হাঁসের ডিম কমে যাওয়া ও খোসা পাতলা রোগের চিকিৎসা পদ্ধতি

ডক্সিসাইক্লিন (Doxycycline) গ্রুপের ঔষধগুলো হলো-

ঔষধের নামকোম্পানির নাম
ডক্সাসিল ( Doxacil)স্কয়ার
ডক্সিভেট (Doxivet)রেনাটা
এন্টিডক্স (Antidox)এ সি আই

উপরের যে কোন একটি ঔষধ ২-৩ লিটার পানির সাথে ১ গ্রাম মিশিয়ে খাওয়াতে হবে।

ভিটামিন (ডব্লিউ এস) গ্রুপের ঔষধ সমুহের নাম নিচে দেওয়া হলো-

ঔষধের নামকোম্পানির নাম
এসি ভিট ডব্লিউ এস (ACIvit WS)এসি আই
রেনা ডব্লিউ এস ( Rena WS)রেনাটা
বি কম ভিট, পিথি ডব্লিউ এস ( Becomvit,Prithi WS)স্কয়ার

উপরের যে কোন একটি ঔষধ ৩ লিটার পানির সাথে ১ গ্রাম মিশিয়ে প্রতি সপ্তাহে ২-৩ দিন খাওয়াতে হবে।

থায়াভিন প্লাস পাউডার, ১ গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে দিতে হবে। এটি প্রতি সপ্তাহে ২-৩ দিন ৪ সপ্তাহ বয়স পর্যন্ত।

পড়তে পারেন: হাঁসের কলেরা রোগের ১০ লক্ষণ ও প্রতিকার

এডি৩ই (AD3E), গ্রুপের ঔষধ সমুহের নাম নিচে দেওয়া হলো-

ঔষধের নামকোম্পানির নাম
রেনাসল এডি৩ই (Renasol AD3E)রেনাটা
ভিটামিন এডি৩ই (Vitamina AD3E)এসি আই
ই এস এডিই (E S ADE)স্কয়ার

উপরের যে কোন একটি ঔষধ ৩ লিটার পানির সাথে ১ গ্রাম মিশিয়ে প্রতি সপ্তাহে ১-২ দিন খাওয়াতে হবে।

পড়তে পারেন: হাঁসের ডাক প্লেগ রোগের লক্ষণ ও চিকিৎসা

রোগ-বালাই প্রতিকারের জন্য টিকা প্রদান

রোগ-বালাই প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাটা সবথেকে গুরত্বিপূর্ণ কাজ। নিচে হাঁসের বাচ্চার টিকা দেওয়ার সময় ও নিয়ম দেওয়া হলো-

  • হাঁসের বাচ্চার ২৫ দিন বয়সে ডাক প্লেগ টিকা দিতে হবে। ১ মিলি করে বাচ্চার রানের মাংসে দিতে হবে।
  • হাঁসের বাচ্চার ৪২ দিন বয়সে ডাক প্লেগ টিকা দিতে হবে। ১ মিলি করে বাচ্চার রানের মাংসে দিতে হবে। ( বুস্টার ডোজ)
  • হাঁসের বাচ্চার ৬০ দিন বয়সে ডাক কলেরার টিকা দিতে হবে। ১ মিলি করে বুকের চামরার নিচে।
  • হাঁসের বাচ্চার ৭৫ দিন বয়সে ডাক কলেরার টিকা দিতে হবে। ১ মিলি করে বুকের চামরার নিচে। (বুস্টার ডোজ)

এছারা মিনারেল প্রমিক্স, ভিটামিন, আয়রন, জিংক এসকল ঔষধ ভেটোনারী ডাক্টার অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করে প্রয়োগ করতে হবে।

এগ্রিকেয়ার/এমএইচ