ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: হাঁসের ডাক প্লেগ ও ডাক কলেরা রোগের কারণে খামার উজাড় হয়ে যায়। লোকসানে পড়েন খামারিরা। হাঁসের খামার ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি যে দিকটি লক্ষ্য রাখতে হয় তা হলো হাঁসের টিকা বা ভ্যাকসিন। সময় মতো ভ্যাকসিন প্রয়োগ করতে না পারলে তা খামারের জন্য মহামারি হয়ে ওঠে। তাই, দেখে নিন হাঁসের টিকা শিডিউল। টিকা প্রয়োগের মাধ্যমে নিশ্চিত থাকুন।

এক নজরে হাঁসের টিকা শিডিউল সংবাদের তথ্য সোনালী কৃষি থেকে নেওয়াে হয়েছে। লেখাটি লিখেছেন ডা: শ্রাবণ হাসান সজল।