প্রতিনিধি, বরগুনা (পাথরঘাটা): বরগুনায় একটি পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। মাছটি প্রতিমণ ৩৭ হাজার ৫০০ টাকা দরে কিনে নেন এক স্থানীয় ব্যবসায়ী।

সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা সেন্টুর বড়শিতে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে বরগুনা পৌর মাছ বাজারে মাছটি বিক্রি করা হয়।

মাছ বিক্রেতা সেন্টু বলেন, গত কাল শুক্রবার রাতে বিষখালী নদীতে আমার বড়শিতে মাছটি ধরা পড়ে । বৃহৎ আকার মাছটি ধরা পড়ায় বড়শিতে আমি খুশি।মাছটি বড় হওয়ার কারণে অধিক দামে বিক্রি করতে পেরেছি।

স্থানীয় জেলেরা বলেন, ২২ দিন অবরোধের পর নদীতে পাঙ্গাস ধরা পড়ছে। দীর্ঘদিন যাবত নদীতে এত বড় পাঙ্গাস ধরা পড়েনি আমাদের বড়শিতে। দীর্ঘদিন পর এত বড় একটি পাঙ্গাস বড়শিতে ধরা পড়ায় আমরা সবাই খুশি।

এগ্রিকেয়ার/এমএইচ