এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: ছবিতে গত বছরের ৯ জানুয়ারি ব্রিটেনের গ্রিমসবি মাছের বাজারের নিলাম ঘরে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। এক সময়ের সমৃদ্ধ ব্রিটেনের মৎস্য শিল্প অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে কয়েক দশক ধরে সংকুচিত হয়ে আসছে।
শিল্পসংশ্লিষ্ট অনেকেই এর জন্য মার্কিন মৎস্য আহরণসীমা ও সমপ্রবেশাধিকার নীতিকে দায়ী করছে। চলতি মাসে প্রকাশিত এক খসড়া চুক্তিতে দেশটির সরকার জানিয়েছে, আগামী বছরের ২৯ মার্চ ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করলেও ২০ মাসের রূপান্তরকালে ব্রিটেন জোটের মৎস্য আহরণ নীতিতে সক্রিয়ভাবে থাকবে।
সরকারের এ স্বীকারোক্তির পর ব্রিটিশ মৎস্যজীবী ও ব্রেক্সিটের একনিষ্ঠ সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। সূত্র: এএফপি, সংগ্রহ: সূত্র: বণিক বার্তা ।