এগ্রিকেয়ার প্রতিবেদক: নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ব্রয়লার মাংস ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান আহ্সান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এজি এগ্রো ফুডস লিমিটেড।

গত ৩০ এপ্রিল রোববার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গ্রীন চিকেন-সেফ অ্যান্ড হেলদি চিকেন শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। সেমিনারের আয়োজনে ছিলো এজি এগ্রো ফুডস লিমিটেড।

সেমিনারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব- উল- হক মজুমদার। এতে চিকেনস মিট এ ফুড সেফিটির বিভিন্ন কারিগরী বিষয় তুলে ধরেন এজি ফুডস বিজনেস ডেভেলপমেন্ট কনসালট্যান্ট কৃষিবিদ আখতারুজ্জামান। তিনি জানান, মানুষের মাঝে এখন স্বাস্থ্য সচেতনতা অনেক বেড়েছে। দেশের সকল শ্রেণীর ভোক্তাদের মাঝে লাল মাংসের পরিবর্তে সাদা মাংস অধিক পছন্দের।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের এলাইড হেলথ্ সায়েন্স অনুষদের প্রফেসর ড. আহমেদ ইসমাইল মোস্তফা। সেমিনারে উপস্থিত ছিলেন এজি ফুডস’র মহাব্যবস্থাপক (বিপণন) এ এম এম নুরুল আলম, এজি ফুডের সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) মোঃ রফিকুল আলম খানসহ উর্ধতন কমকর্তারা।

সেমিনারে জানানো হয়, হোম ডেলিভারীর জন্য ০১৭৭৭৭৩৫১৯০ এবং কর্পোরেট ডেলিভারী, ০১৭০৮৪৫৮৭৩১-তে কল করে গ্রীন চিকেনের অর্ডার দেয়া যাবে।