ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: কয়েকদিন ধরে ভারতে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫-৭৮ হাজারের ভেতরে ছিল। কিন্তু আজ বুধবার টপকে গেল ৭৮ হাজার। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৩৫৭ জন। সেইসাথে ১ হাজারের বেশি মানুষ মারা গেছে। গত এক দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে ১০ লাখেরও বেশি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮ হাজার ৩৫৭ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে মোট আক্রান্ত হলেন ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৩ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৩ হাজার ৮১১ ও ৪২ হাজার ৬৫৯ জন।

অর্থাৎ আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে রোজ বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। এই ধারা গত ১৫ দিন ধরেই অব্যাহত। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৬০ লক্ষ ৭৩ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৯ লক্ষ ৫০ হাজার।

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৭.৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ১২ হাজার ৩৬৭ জনের। যা গত কালের থেকে প্রায় ৬০ হাজার বেশি।

এবার ভারতে একদিনে ৭৮ হাজার ছাড়িয়ে গেল আক্রান্ত শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।