ফসল চাষাবাদ ও করণীয় ডেস্ক: এ সময়ে মাঠে দানাদার শস্য গম চাষ করছেন চাষির। নিয়ম মেনে সঠিক পরিচর্যা করলে মিলবে ভালো ফলন। 

এ সময়ে গম চাষের পরিচর্যার বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

গমের জমিতে ইউরিয়া সারের উপরিপ্রয়োগ এবং প্রয়োজনীয় সেচ দিতে হবে। চারার বয়স ১৭-২১ দিন হলে গম ক্ষেতের আগাছা পরিষ্কার করে একরপ্রতি ১২-১৪ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং সেচ দিতে হবে।

সেচ দেয়ার পর জমিতে জো আসলে মাটির ওপর চটা ভেঙে দিতে হবে। গমের জমিতে যেখানে ঘন চারা রয়েছে সেখানে কিছু চারা তুলে পাতলা করে দিতে হবে।