ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি এ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি এ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার আগামী দুই বছরের কমিটি প্রকাশ করা হয়েছে। আগের কমিটির সবাই পুনরায় নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২ নভেম্বর, ২০১৯) রাজধানীর খিলখেত এলাকায় একটি হোটেলে সাধারণ বার্ষিক সভায় ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি এ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার এ কমিটি গঠন করা হয়। সংগঠনটির সব সদস্যদের উপস্থিতিতে প্রথমবারের কমিটির সবাইকে পুনরায় আগমী দুই বছরের জন্যে দায়িত্ব দেয়া হয়।



এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. মোহাম্মাদ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এর পদের দায়িত্ব পেয়েছেন ডা. বিশ্বজিৎ রায়।

আগামী ২০১৯-২০২১ মেয়াদে এ কমিটি সবার সম্মতিতে গঠন করা হয়। এর আগে নির্বাচন কমিশন পূর্বের কমিটি ভেঙ্গে দেয়। এরপর সবার সম্মতির মাধ্যমে পুনরায় আগের কমিটিকে নতুন করে দায়িত্ব দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, ভাইস প্রেসিডেন্ট ডা. মো. এ সালেক, ডা. মো, গিয়াস উদ্দিন, প্রফেসর ডা. জালাল উদ্দিন সর্দার, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. মাহবুব আলম, যুগ্ম সম্পাদক ডা. কে বি এম সাইফুল ইসলাম, ডা. সনজিৎ কুমার চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ড. বিপ্লব কুমার প্রমাণিক।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডা. মো. নুরুল আমিন, ডা. এম. আলী ইমাম, প্রফেসর ডা. মো. গোলাম হাইদার, ডা. এ কে এম খসরুজ্জামান, প্রফেসর ডা. মো. খালেদ হোসাইন, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ডা. রিপন কুমার পাল, ডা. জামিল হোসাইন, প্রফেসর ডা. কে এইচএম নাজমুল হোসাইন নাজির, ডা. রোকসানা পারভিন, ডা. রাকিবুল রহমান।

সাধারণ বার্ষিক সভায় শুরুতে সংগঠনটির সদস্যরা নিজেদের মত তুলে ধরেন। কীভাবে সংগঠনটির কার্যক্রম বৃদ্ধি করা যায়, দেশের পোল্ট্রি শিল্পে আরও গভীরভাবে অংশগ্রহণ ও কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয় তুলে ধরেন সদস্যরা।

উন্মুক্ত আলোচনায় বক্তারা নিজেদের মধ্যে ঐক্যতা ধরে রেখে সামনের দিকে এগিয় যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময়ে তারা সংগঠনটির সদস্য বৃদ্ধিরও তাগিদ দেন। তারা দেশের পোল্ট্রির উন্নয়নে নিজেদেরকে আরও বেশি করে নিয়োজিত রাখার আহ্বান জানান।

দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি বেসরকারি পর্যায়ে কর্মকরত ভেটেরিয়ান, শিক্ষার্থীরা এ সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন।

ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি এ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার আগামী দুই বছরের কমিটি প্রকাশ হওয়ায় এগ্রিকেয়ার২৪.কম এর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়েছে।