নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যায় এখন ইতালিকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২০ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এমন তথ্য পাওয়া যায়।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৯৭৭ জন কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। করোনাভাইরাস পরীক্ষার জন্য সর্বশেষ দিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭০৮টি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য আনুযায়ী, ইতালিতে সংক্রমিত মোট রোগীর সংখ্যা এখন ২ লাখ ৪৮ হাজার ৮০৩ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন।কয়েকদিন ধরে কম থাকলেও আজ বৃহস্পতিবার নতুন করে ২ হাজার ৯৭৭ জনসহ এ সংখ্যা ইতালিকে ছাড়ালো।

ইতালিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৩৫ হাজার ১৮১ জনের। অপরদিকে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা মোট ৩ হাজার ৩০৬।