ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ভারতে গত ২৪ ঘন্টায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সাড়ে ৭৮ হাজার। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩৬ লাখ পেরিয়ে গেল। আক্রান্তের পাশাপাশি মৃত্যুতে মেক্সিকোকে পিছনে ফেলে  তৃতীয় স্থানে ভারত।গত দু’দিনে ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮ হাজার ৫১২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে মোট আক্রান্ত হলেন ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৫ জন।

এই সময়ে মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৫ হাজার ৩১৬ ও ১৬ হাজার ১৫৮ জন। অর্থাৎ আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে প্রতিদিন বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫৯ লক্ষ ৯৫ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৮ লক্ষ ৬২ হাজার।

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৯.২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৪৬ হাজার ২৭৮ জনের। যা গত চার দিনের তুলনায় কম।

করোনায় মৃত্যুতে বিশ্বে তৃতীয় স্থানে ভারত শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।