কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮ এর সাথে সংগতি রেখে নেয়া বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণের জোর তাগিদ দেয়া হয়েছে।

আজ রোববার (৩১ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় এক সভায় কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণে তাগিদ দেয়া হয়।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান সভাপতিত্ব করেন। কৃষি সচিব বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

সভায় অন্যান্যের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিশেষজ্ঞ পুলের সদস্য ড. এস. এম. নাজমুল ইসলাম, কৃষিবিদ মো. হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় কৃষি মন্ত্রণালয়সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

আরও পড়ুন: উন্নতমানের বীজ কৃষকের মাঝে সরবরাহের আহ্বান কৃষিমন্ত্রীর