নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম ৪০ টাকা। তবে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। এই দুই মুরগির কেজিতে ২০ টাকা বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) রাজশাহীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। মুুরগির দাম বাড়লেও বেশিরভাগ সবজিরই দাম কমেছে। শশার কেজিতে কমেছে ১০ টাকা, বিক্রি হচ্ছে ৮০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। গোল বেগুন ৮০ থেকে ১০০ টাকা। টমেটোর দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ২০৫ টাকায়। পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকা। রসুনের কেজি ১০০ থেকে ১১০ টাকা। চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। আদার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

পড়তে পারেন: চায়না রসুন ১৫০ দেশী ৭০ টাকা, কমেছে ডিম-মুরগির দাম

খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। এছাড়াও লাল চিনির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। দেশি মুশুরের ডালের কেজি ১৩০ টাকা। ইন্ডিয়ান মুশুরের ডালের দাম কমে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এক সপ্তাহ আগেও বিক্রি হত ১১০ টাকায়।

সিম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা, করলা ৫০ টাকা, চাল কুমড়া পিস ৫০ টাকা, প্রতি পিস লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কচুর লতি ৭০ টাকা, পেঁপের কেজি ৪০ টাকা, বটবটির কেজি ৮০ টাকা, ধুন্দুল কেজি ৫০ টাকা।

পড়তে পারেন: সরকারিভাবে ডিম-মুরগির দাম নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন

কাঁচামরিচের দামও কমেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। শুকনা মরিচের কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা।

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, বয়লার মুরগির দাম বেড়েছে। বয়লার কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। একদিন আগেও বয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি। আর সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়।

এগ্রিকেয়ার/এমএইচ