নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কাটা গাছের গোছা থেকে আবার ধান! হ্যাঁ, এমনটিই হয়েছে কুড়িগ্রামে। জেলার দুই শতাধিক কৃষক পরীক্ষামূলকভাবে এই কাটা রেটুন থেকে বিঘাপ্রতি প্রায় ৬ মন ধান পেয়েছে। জেলা কৃষি বিভাগের সরাসরি তত্বাবধানে ৭৫ একর জমিতে এ ফলন পাওয়া গেছে।

বোরো ধান কাটার পর জমিতে ফেলে রাখা কাটা ধানের রেটুন (গোছা) একসময় নষ্ট হয়ে যায়। কিন্তু স্বল্প খরচে মাঠে ফেলে রাখা গোছা থেকে ধান পেয়েছেন কৃষকরা। এতে বেশ খুশি সেখানকার কৃষকেরা।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা কৃষি অফিসার সম্পা আকতার জানান, জেলায় ৭৫ একর জমিতে রেটুন থেকে পুনরায় ধান উৎপাদন করা হয়েছে। এর মধ্যে রাজারহাট উপজেলায় সর্বাধিক ২৫ একর জমিতে এই পদ্ধতি প্রয়োগ করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, বোরো ধান কেটে ফেলার পর প্রায় দুই মাস জমি ফাঁকা পরে থাকে। এ সময় কাটা ধানের রেটুন খেয়ে ফেলে গবাদিপশু। এই রেটুন যত্ন করলে আবার ধান পাওয়ার পরীক্ষায় সফল হয়েছে কুড়িগ্রামের কৃষক।

জেলার রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুসফৎ নাকেন্দা গ্রামে কৃষক অশ্বিন কুমার ও কৃষক সুব্রত কুমারের জমিতে প্রাপ্ত ধান মেশিনের সাহায্যে ক্রপ কাটিং করা হয়। এতে বিঘায় ৬ মণ এবং একরে গড়ে ১৭ মণ ধান পাওয়া যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক গণমাধ্যমকে জানান, বোরো ধান কাটার পর ৬০ থেকে ৭০ দিন জমি পরে থাকে। বিশেষ করে ২৮ ধানের রেটুন থেকে পূনরায় কুশি হতে দেখা যায়। সেই চিন্তা থেকে এবার জমিতে ফেলে রাখা ধানের রেটুন পরিচর্যা করে পুনরায় ধান উৎপাদনে কৃষক সফলতা দেখিয়েছে। আগামীতে আরও কৃষককে সম্পৃক্ত করা হবে।

এগ্রিকেয়ার/এমএইচ