এগ্রিকেয়ার২৪.কম কৃষি আবহাওয়া ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার (কি.মি) বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিভিন্ন এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ ২১ এপ্রিল (শনিবার) বিকেল ৪ টা থেকে পরবর্তী ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত কালবৈশাখী সতর্কবার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের কাল বৈশাখী সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং নোয়াখালি অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে বিজলী চমকানোসহ শিলাবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।