আগামীকাল থেকে কার্যকর হচ্ছে সয়াবিন তেলের নতুন দাম। এর ফলে শুক্রবার থেকে প্রতিলিটার সয়াবিন খোলা বাজারে বিক্রি হবে ১৬৩ টাকা। প্রতি লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকা। ‍বোতালজাত সয়াবিন তেলের দাম পড়বে ৫ লিটার ৮০০ টাকা। এটি শুধু সয়াবিন তেলের ক্ষেত্রে কার্যকর হবে। পাম তেল আগের দামেই বিক্রি হবে।

গত (২০ ফেব্রুয়ারি) দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বলা হয় আগামী ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় উপস্থিত মিল মালিকেরা নতুন দামের সিদ্ধান্ত মেনে নিলেই নতুন দাম নির্ধারণ করা হয়। পবিত্র ঈদুল ফিতরের পরে পুনরায় সয়াবিন তেলের দাম ঠিক করা হবে বলে জানা গেছে।