নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বৈচিত্র্যময় নানা ফলের সমাহার নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ও মেলা। আগামীকাল ২২ জুন এ মেলার উদ্বোধন হবে।

আগামীকাল শুক্রবার (২২ জুন) শুরু হতে যাওয়া এ মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন জাতের ফলের প্রদর্শনীর পাশাপাশি নতুন পুরাতন ফলের সাথে পরিচিতির সুযোগ মিলবে। জানা যাবে নতুন প্রযুক্তি, চাষাবাদসহ নানা পরামর্শ।

এ মেলা উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে আ.ক.মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়াম চত্বর এসে শেষ হবে। এবারের ফল মেলার স্লোগান অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা।

ফার্মগেট সংলগ্ন আ. কা. মু. গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়াম চত্বরে  শুরু হতে  যাওয়া ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ২০১৮’ উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সেমিনার অনুষ্ঠিত হবে।

তিনদিনব্যাপি এ মেলার উদ্বেধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সভাপতিত্ব করবেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। মেলা চলবে ২৪ জুন পর্যন্ত।

পরিচালক কৃষি তথ্য সার্ভিসের পক্ষে  কৃষি তথ্য সার্ভিস এর ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।