নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দেশের ৩ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস ও সেইসাথে এসব এলাকায় কুয়াশায় দুপুর পর্যন্ত ঢাকা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: আব্দুল হামিদ মিঞা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্নএলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। এসব এলাকায় কুয়াশায় দুপুর পর্যন্ত ঢাকা থাকবে।

এছাড়া দেশের অন্যত্র মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বাংলাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ বৃদ্ধি পেতে পারে ।

প্রিয় পাঠক, সারাদেশের একমাত্রা কৃষিভিত্তিক জনপ্রিয় অনলাইন পত্রিকা agricare24.com. ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে। লিংকে ক্লিক করুন:

ফেসবুক: https://www.facebook.com/agricare24/?ref=pages_you_manage ও

ইউটিউব: https://www.youtube.com/channel/UCGV-37lvaNwXaCZun2Xk3Fg

দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুর ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় তাপমাত্রা সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। ঢাকায় আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪৪ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ