এগ্রিকেয়ার ডেস্ক: আবহাওয়ার পূর্বাভাস ০১ – ০৭  জানুয়ারি ২০১৮। এ সময়ে আকাশ অস্থায়ীভাবে অংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সেই সাথে এ সময়ের প্রথমার্ধে চট্রগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হাল্কা (০৪-১০ মি.মি.) থেকে মাঝারী (১১-২২ মি.মি.) ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে দেশের মধ্য রাত হতে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারী থেকে ভারী এবং দেশের অন্যত্র হাল্কা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা অব্যহত থাকবে।

এ সময়ের দ্বিতীয়ার্ধে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

সূত্র: কৃষি তথ্য সার্ভিস।