কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি সপ্তাহ (২৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশের প্রায় সব জায়গায় মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

রোববার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের কৃষি আবহাওয়া বিভাগের পক্ষ থেকে এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

চলতি সপ্তাহের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় সকাল হতে মধ্য রাত পর্যন্ত হাল্কা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে দেশের উত্তর ও উত্তর-পশ্চিম অংশে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশে দিনে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।