কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী এক সপ্তাহে (০১ থেকে ৭ জানুয়ারি) দেশ জুড়ে দেশের অধিকাংশ স্থানে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এক সপ্তাহের আবহাওয়া পূর্বাভাসে কৃষি আবহাওয়া বিভাগের পক্ষ থেকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এ সময়ে দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় সকাল হতে মধ্য রাত পর্যন্ত হাল্কা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

দেশের উত্তর ও উত্তর পশ্চিম অংশে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। নিচে ছবিতে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।