কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সপ্তাহজুড়েই দেশের অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য প্রকাশ করেছে।

অধিদফতর সূত্র জানায়, এ চলতি সপ্তাহে (১ আগষ্ট থেকে ৭ আগষ্ট) সময়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি (১১ থেকে ২২ মি.মি./দিন) থেকে মাঝারি ধরণের ভারী (২৩ থেকে ৪৩ মি.মি./দিন) ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মি.মি./দিন) থেকে অতি ভারী >৮৮ মি.মি./দিন) বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সপ্তাহ দৈনিক উজ্বল সূর‌্য কিরণ কাল ৩.৫০ থেকে ৪.৫০ ঘণ্টার মধ্যে থাকতে পারে। আগামী সপ্তাহের বাষ্পীভবনের দৈনিক গড় ২.৫০ মি.মি. থেকে ৩.৫০ মি.মি. থাকতে পারে।