কৃষিবিদ দ্বীন মোহাম্মদ দীনু, এগ্রিকেয়ার২৪.কম: ৪০টি সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ বাংলাদেশ বেতার ও বিটিভির সাংবাদিকদের নিয়ে কৃষি মিডিয়াভিত্তিক ত্রৈমাসিক প্রান্তিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৪জুন) (শ্রাবণ-আশ্বিন ১৪২৫) কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় কৃষি তথ্য সার্ভিস এর নব নিযুক্ত পরিচালক ড. মো: নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক নাসরুল্লাহ মো. ইরফান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মোহাম্মদ মহসীন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান তথ্য অফিসার ড. মো. খালেদ কামাল।

সভায় ৪০টি সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ বাংলাদেশ বেতার ও বিটিভির কৃষি সাংবাদিক রেজাউল করিম (Reza Siddique) ও দেওয়ান সিরাজ (Dewan Siraj) অংশ গ্রহণ করেন।

সভার কারিগরি সেশন পরিচালনা করেন কৃষি তথ্য সার্ভিসের উপ পরিচালক (গণযোগাযোগ) মো. রেজাউল করিম ও বেতার কৃষি অফিসার মোহাম্মদ গোলাম মাওলা। প্রান্তিক সভা উপস্থাপনা করেন উপজেলা কৃষি অফিসার ফেরদৌসী বেগম।