অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: খাদ্যনিরাপত্তা নিশ্চিতে ছয় লাখ টন খাদ্যশস্য আমদানি করবে উজবেকিস্তান প্রতিবেশী দেশ কাজাখস্তান থেকেই এসব খাদ্যশস্য আমদানি করা হবে বলে জানিয়েছে ওয়াল্ডগ্রেইন ডটকম।

এক বিজ্ঞপ্তিতে দেশটির সরকার জানায়, নতুন পরিকল্পনার আওতায় এপ্রিল-জুলাইয়ের মধ্যে কাজাখস্তান থেকে এক লাখ টন গম ও ময়দা আমদানি করা হবে। মূলত দেশে খাদ্যশস্যের মজুদ বাড়ানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পড়তে পারেন: ভয়াবহ ঝুঁকিতে দক্ষিণ আফ্রিকার গম ও ভুট্টা আবাদ

বাজার বিশ্লেষকরা জানান, অনেক কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে এক দশকের সর্বোচ্চে পৌঁছেছে। এর মধ্যে ২০২০ সালে দেখা দেয়া করোনা মহামারীর প্রাদুর্ভাব বাজারে সরবরাহ সংকটের যে ধারা তৈরি করে দিয়েছিল তা এখনো কাটেনি। তার ওপর বিশ্বের দুই শীর্ষ খাদ্যশস্য উৎপাদক দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ফলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে।

চলমান এ অস্থিতিশীলতা থেকে বাঁচতেই খাদ্যশস্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উজবেকিস্তান। ২০২১-২২ বিপণন মৌসুমে উজবেকিস্তানে গম উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। চলতি বছরের জুনে এ মৌসুম শেষ হবে।

এগ্রিকেয়ার/এমএইচ