খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেলেন কৃষিবিদ ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। গত ২৭ মে ২০১৯ তারিখে তিনি খাদ্য অধিদফতরে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

গত বুধবার (১৮ ডিসেম্বর, ২০১৯) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

১৯৬২ সাল যশোরে জন্মগ্রহণ করা কৃষিবিদ ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ১৯৮৯ সালে সরকারি কর্মকর্তা হিসেবে (ক্যাডার প্রশাসনিক) কর্ম জীবন শুরু করেন।

কৃষিবিদ ড. মোছাম্মৎ নাজমানারা খানুম সহকারী কমিশনার, স্থানীয় সরকারের সহকারী পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁর জেলা প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার হিসাবে বাংলাদেশ সরকারের কাছে মাঠ প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ পদে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মাঠ প্রশাসনের দীর্ঘ কর্মজীবন ছাড়াও কৃষিবিদ ড. মোছাম্মৎ নাজমানারা খানুম জনপ্রশাসন মন্ত্রনালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রনালয়সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা: B Sc. (Ag), M.Sc. in (Plant Pathology), PhD (Food Science & Nutriton) in Japan.

খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেলেন কৃষিবিদ ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এমন খবরে সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে একজন নারী কৃষিবিদ হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের এ দায়িত্ব পাওয়ায় এগ্রিকেয়ার২৪.কম এর পরিবারের পক্ষ থেকে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও পড়ুন: হলুদ চেরি টমেটো’র জাত অবমুক্ত, ফলন মিলবে ছয়মাস পর্যন্ত