আন্তর্জাতিক কৃষি, এগ্র্রিকেয়ার২৪.কম: গমের আবাদ বেড়েছে ইংল্যান্ডে। সেইসাথে কমেছে যব আবাদ। চলতি বছর দেশটির ১৬ লাখ ২০ হাজার হেক্টর জমিতে গম আবাদ করা হয়। গত বছরের তুলনায় আবাদ ২৮ শতাংশ বেড়েছে। ব্রিটেনের কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে ব্রিটেনে বসন্তকালীন যব আবাদ ৪২ শতাংশ হ্রাস পেয়ে ৪ লাখ ৬১ হাজার হেক্টরে নেমেছে। তবে শীতকালীন যব আবাদ বেড়েছে ৩৫ শতাংশ। কৃষিপণ্যটি আবাদ করা হয়েছে ৩ লাখ ৪৩ হাজার হেক্টর জমিতে।

ইংল্যান্ডে গমের আবাদ বেড়েছে ২৮% এমন খবর প্রকাশ করেছে রয়টার্স। এদিকে এক সমীক্ষার ফলাফলে ব্রিটেনের এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ড জানায়, দেশটিতে চলতি বছর গম আবাদ গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে।

কৃষি মন্ত্রণালয় জানায়, গত বছরের শেষ দিকে ব্রিটেনে গম আবাদের জন্য আবহাওয়া ছিল অনুকূলে। ফলে শীতকালে কৃষকরা গমের বীজ বপনে সর্বোচ্চ সুবিধা পেয়েছেন। আবাদ বৃদ্ধি পাওয়ায় এ বছর গম উৎপাদন প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে বলে মনে করছে মন্ত্রণালয়।

এদিকে গম আবাদ বাড়লেও তেলবীজ আবাদ হ্রাস পেয়েছে। মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, চলতি বছর ব্রিটেনে তেলবীজ আবাদ গত বছরের তুলনায় ২১ শতাংশ কমেছে। ২ লাখ ৭৩ হাজার হেক্টর জমিতে দেশটির কৃষকরা তেলবীজ আবাদ করেছেন।

এগ্রিকেয়ার/এমএইচ