ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: গোড়া পঁচা রোগ গমের মারাত্নক ক্ষতি করে।  আর এ রোগ দিন দিন বাড়ছেই। ফলে গম চাষিরাও হতাশার মধ্য রয়েছেন। আসুন গমের গোড়া পঁচা রোগ ও তার প্রতিকার সর্ম্পকে জেনে  নিই:

গমের গোড়া পঁচা রোগ
পারচিতি: 
কারণ:স্কেলেরোশিয়াম রলফসি নামক ছত্রাক দ্বারা গমের এ রোগ হয়।
বিস্তার : মাটিতে ও বীজে বসবাসকারী ছত্রাকের আক্রমণে এ রোগের উৎপত্তি হয়। স্যাঁতস্যাঁতে মাটি ও ঠান্ডা আবহাওয়া এ রোগ বিস্তারে সহায়ক।
ক্ষতির ধরণ: গমের গোড়া পঁচা রোগের ফলে মাটির সমতলে গাছের গোড়ায় হলদে দাগ দেখা যায়। পরে তা গাঢ় বাদামি বর্ণ ধারণ করে এবং আক্রান্তস্থানের চারিদিক ঘিরে ফেলে। পরবর্তীতে পাতা শুকিয়ে গাছ মারা যায়। রোগের জীবাণু মাটিতে কিংবা ফসলের পরিত্যক্ত অংশে দীর্ঘ দিন বেঁচে থাকে। সাধারণত বৃষ্টির পানি, সেচের পানি দ্বারা এক জমি হতে অন্য জমিতে বিস্তার লাভ করে।

আরও পড়ুন:অধিক ফলন পেতে গমের যেসব জাত নির্বাচন করবেন

রোগের লক্ষণ :
১.এ রোগের ফলে বীজে পচন ধরে, চারা ঝলসে যায় এবং গোড়া ও শিকড় পঁচে যায়।
২.চারা গজানোর পর গাছ আক্রান্ত হলে প্রথমে গাছটি হলুদ বর্ন ধারন করে এবং আস্তে আস্তে গাছটি মারা যায়।
৩.এ অবস্থায় টান দিলে গাছটি সহজেই মাটি হতে উঠে আসে।
৪.আক্রান্ত গাছটির গোড়া ভালভাবে পরীক্ষা করলে গোড়ায় সাদা বর্ণের ছত্রাকের মাইসিলিয়াম এবং অনেক ৫.সময় সরিষার দানার মত স্কেরোসিয়া দেখা যায়।
৬.এ সময় সমস্ত শিকড় পচে যায়, শিকড় ও কান্ড সংলগ্ন অংশে কালচে বাদামী দাগ দেখতে পাওয়া যায়।

 আরও পড়ুন:ধানের গুড়িপঁচা রোগ যেভাবে দমন করবেন

প্রতিকার: 
১. রোগ প্রতিরোধী কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ ও গৌরব জাতের চাষ করতে হবে।
২. মাটিতে সব সময় পরিমিত আর্দ্রতা থাকা প্রয়োজন।
৩. ভিটাভেক্স-২০০ নামক ঔষধ প্রতি কেজি বীজে ২.৫-৩.০ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করতে হবে।

গমের গোড়া পঁচা রোগ ও তার প্রতিকার শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি