প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুর উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল অনুখাদ্য (মাইক্রোনিউট্রিয়েন্ট) বাজারজাতকরণের সময় প্রায় ৭০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়েছে। সেইসাথে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (২০ নভেম্বর ২০২২) মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান শাকিল। এসময় সার ও বালাইনাশক পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়র রহমান।

কৃষি কর্মকর্তা মতিয়র রহমান জানান, অনুমোদনহীন ও ভেজাল অনুখাদ্য (মাইক্রোনিউট্রিয়েন্ট) বাজারজাতকরণের সময় প্রায় ৭০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়েছে। পাবনা জেলা সদরের কোম্পানি এমআরএস২ এগ্রো কেমিক্যাল কোম্পানিকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর বিধি ৮(২) মোতাবেক ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কৃষকের স্বার্থে ভেজাল ও নকল পণ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এগ্রিকেয়ার/এমএইচ