প্রাণি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: গোপনে নয় এখন থেকে প্রকাশ্যে সাইন বোর্ড দিয়ে নির্ধারিত দিনে ভেড়ার মাংস বিক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছেন মাংস বিক্রেতারা।

সম্প্রতি দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরে সমাজভিত্তিক ও বানিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প (কম্পোনেন্ট বি) ২য় পর্যায় এর আওতায় মাংস বিক্রেতাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে শহরের চারটি স্থানে চার জন(০৪) মাংস ব্যবসায়ীরা সপ্তাহের শুক্রবার এবং রবিবারে ভেড়ার মাংস বিক্রয় করার প্রতিশ্রুতি দেন।

তারা অঙ্গিকার করে বলেন, আর গোপনে নয় এখন আমরা প্রকাশ্যে সাইন বোর্ড দিয়ে নির্ধারিত দিনে ভেড়ার মাংস বিক্রয় করবো।

সংশ্লিষ্টরা জানান, তাদের (মাংস বিক্রেতারা) এই মহতি সিদ্ধান্তে আন্তরিকভাবে পৃষ্টপোষকতা করে যাচ্ছে প্রাণিসম্পদ অধিদফতর। এভাবেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে প্রাণিসম্পদ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ছবি ও তথ্য: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ।