আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: গোলাপি চা (purple tea) ভারতে নতুন ও প্রথম। সম্প্রতি আসামের হলমারি চা বাগানে ৩২১ কিলোগ্রাম গোলাপি চা পরীক্ষামূলকভাবে উৎপাদন হয়েছে।

নিলামে ৮০০ টাকা কিলো দরে বিক্রি হয়েছে। গন্ধ, গোলাপি-লিকার ও ভেষজ গুনে এর ধারে কাছে কোনো চা আসতে পারে না।

এর প্রথম বাণিজ্যিক উদ্ভাবন হয় আফ্রিকার কেনিয়া দেশে। বর্তমানে ডুয়ার্সের নাগরাকাটার TRA (Tea Research Association) ও আসামের TRA এক যোগে এই কাজে ৯০% এগিয়ে গেছে। শীঘ্রই ডুয়ার্সে এই চা গাছের প্লান্টেশন শুরু হবে।

দেখা যায় প্রায় বারো-তেরোশো একর চা বাগানে কখনো কখনো একটি কি দুইটি গাছে অধিক পরিমানে Anthocyanins নামক যৌগটি থাকার কারণে পাতায় গোলাপি রং আসে ও সেই পাতার চায়ের গুণগত মান ও উৎকর্ষতা অন্য মাত্রা পায় যার অবস্থান ও চাহিদা অনেক উঁচুতে। এখন ওই গাছগুলিকে সনাক্ত করে, তার থেকে ক্লোন তৈরী করে চাড়া উৎপাদনের কাজ চলছে। সূত্র: ইন্টারনেট।