এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: টার্কি নিয়ে এখন নতুন উদ্যোক্তাদের মাঝে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে নতুন এ পাখি জাতীয় প্রাণি পালন করতে হলে দরকার সঠিক দিকনির্দেশনা ও তথ্য।

দক্ষ ও অভিজ্ঞরা বলছেন, টার্কি খামার গড়ে তোলার আগে কিছু বিষয় শেখার পাশাপাশি জানতে হবে। তবেই এ পাখি পালন করে মুনাফা অর্জন সম্ভব হবে। এছাড়া যারা পালন করছেন তাদেরও অনেক কিছু শেখার আছে।

এসব দিক বিবেচনায় এনে আগামী ২৩ মার্চ (শুক্রবার) চট্টগ্রামে সকালে টার্কি পালনের উপর ২ ঘন্টা ব্যাপি কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে প্রশিক্ষণ প্রদান করবেন টার্কি বিশেষজ্ঞ ডা. মো. সাদ্দাম হোসেন, ডিভিএম (সিভাসু)।

প্রশিক্ষণ এ কর্মশালার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম। কর্মশালার বিস্তারিত তথ্য ও নিউজ তুলে ধরবে এগ্রিকেয়ার২৪.কম।

ডা. মো. সাদ্দাম হোসেন জানান, প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২২ মার্চ ২০১৮। বিকাশে টাকা পাঠানোর পাশাপাশি মেসেজে বিস্তারিত তথ্য প্রদান করা যাবে। বিকাশ ও কল (পারসোনাল) ০১৭২২৮২১৬২৮ করে আপনার তথ্য নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষনার্থীর সংখ্যা সীমিত ৫০ জন। সুতরাং যিনি আগে যোগাযোগ করবেন তিনি আগে সুযোগ পাবেন।

স্থান: চট্টগ্রামের জিইসি মোড়, ও আর নিজাম রোড,  রোড নং ১, বাসা নং ০৮।  

কর্মশালায় প্রদান করা হবে: ১। টার্কি পালনের উপর হ্যান্ডনোট, ২। নাস্তা ও দুপুরের খাবার ৩। কলম ও প্যাড।

আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/AgriCare24com-320632075085761/