ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি মৌসুমে বিশ্বব্যাপী গমের উৎপাদন কম হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। প্রতিকূল আবহাওয়ার জের ধরে বিশ্বব্যাপী গম উৎপাদন কমতে পারে।

চলতি ২০১৮-১৯ মৌসুমে কৃষিপণ্যটির বৈশ্বিক উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় দেড় কোটি টনের বেশি কম হতে পারে। যা পাঁচ বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে যেতে পারে। লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিলের (আইজিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস উল্লেখ করা হয়েছে। খবর এগ্রিমানি ও রয়টার্স।

সাম্প্রতিক আইজিসির পূর্বাভাসে দেখা যাচ্ছে, ২০১৮-১৯ মৌসুমে বিশ্বব্যাপী সব মিলিয়ে ৭২ কোটি ১০ লাখ টন গম উৎপাদন হতে পারে। যা আগের প্রাক্কলনের চেয়ে ১ কোটি ৬০ লাখ টন কম।

চলতি বছরের শুরুতে প্রকাশিত প্রতিবেদনে ২০১৮-১৯ মৌসুমে বিশ্বব্যাপী মোট ৭৩ কোটি ৭০ লাখ টন গম উৎপাদনের প্রাক্কলন করেছিল আইজিসি। এর মধ্য দিয়ে ২০১৩-১৪ মৌসুমের পর এবারই গমের বৈশ্বিক উৎপাদন সর্বনিম্ন অবস্থানে নেমে আসতে পারে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

এর কারণ হিসেবে প্রতিকূল আবহাওয়াকে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় উৎপাদন ব্যাহত হওয়ার কারণে ২০১৮-১৯ মৌসুমে গমের বৈশ্বিক উৎপাদনে মন্দাভাব দেখা যেতে পারে।

প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১৮-১৯ মৌসুমে রাশিয়ায় মোট ৬ কোটি ৬০ লাখ টন গম উৎপাদন হতে পারে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ৪৯ লাখ টন কম। ২০১৭-১৮ মৌসুমে রাশিয়ায় রেকর্ড ৮ কোটি ৪৯ লাখ টন গম উৎপাদন হয়েছে।

আর বিদ্যমান খরা পরিস্থিতির কারণে ২০১৮-১৯ মৌসুমে ইইউভুক্ত দেশগুলোয় গমের সম্মিলিত উৎপাদন ১৩ কোটি ৯৯ লাখ টনে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইজিসি, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ৭৪ লাখ টন কম। রাশিয়া ও ইউরোপে উৎপাদন হ্রাসের প্রভাব পড়বে কৃষিপণ্যটির বৈশ্বিক উৎপাদনেও। সূত্র: বণিক বার্তা।