ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী সপ্তাহে ১৮ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত দেশের একাধিক স্থান হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক সপ্তাহের কৃষি আবহাওয়া তথ্যে এসব উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে ১৮-০৮ (আগষ্ট) ২০১৯ থেকে ২৪-০৮ (আগষ্ট)২০১৯ পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা. বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে হাল্কা (০৪-১০ মি. মি./প্রতিদিন) থেকে মাঝারি ধরণের (১১-২২ মি. মি./প্রতিদিন) বৃষ্টি/বজধবৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী (২৩-৪৩ মি. মি./প্রতিদিন) থেকে ভারী (৪৪-৮৮ মি.মি./প্রতিদিন) বর্ষণ হতে পারে।

সপ্তাহে দৈনিক উজ্জল সূর্যকিরণ কাল ৫.০০ থেকে ৬.০০ ঘন্টার মধে ̈ থাকতে পারে। আগামী সপ্তাহের বাষ্পীভবনের দৈনিক গড় ৩.০০ মিঃ মিঃ থেকে ৪.০০ মিঃ মিঃ থাকতে পারে।

প্রধান বৈশিষ্ট ̈ সমূহ: গত সপ্তাহে দেশের দৈনিক উজ্জল সূর্যকিরণ কালের গড় ৩.৯২ ঘন্টা ছিল । গত সপ্তাহে দেশের দৈনিক বাষ্পীভবনের গড় ৩.১১ মিঃ মিঃ ছিল। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।